News

গত ১১/০৭/২০২২ রোজ শনিবার;
এফডিসিতে অনুষ্ঠিত হয়ে গেল শ্রীলঙ্কার সংকট উত্তরণে করণীয় নিয়ে এক বিতর্ক প্রতিযোগিতা। উক্ত বিতর্ক প্রতিযেগিতা অনুষ্ঠানটি আযোজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
উক্ত ছায়া সংসদে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ স্পিকারের দায়িত্ব পালন করেন।
বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দল "শেরেবাংলা কৃষি বিশ্বিবিদ্যালয়" এবং বিপক্ষ দল "স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ"।
শেরেবাংলা কৃষি বিশ্বিবিদ্যালয়; শ্রীলঙ্কার সংকট উত্তরণে করণীয় হিসেবে অর্থনৈতিক সংস্কার-ই মুখ্য বলে উপস্থাপন করে।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, শ্রীলঙ্কার সংকট উত্তরণে করণীয় হিসেবে অর্থনৈতিক সংস্কারের উপেক্ষায় রাজনৈতিক সংস্কারকে মুখ্য বলে উপস্থাপন করে।
ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন যে রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার দিয়ে শ্রীলঙ্কার সংকট উত্তরণ সম্ভব না! স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন যে, পক্ষ দল, বিপক্ষ দল উভয় দলেরই যুক্তি ভালো ছিলো। কিন্তু কিছু যুক্তিতর্কের ঘাটতি ছিল। ভবিষ্যতে বিতার্কিক গণ আরও বিস্তারিত অনুসন্ধান করতে পারলে বিতর্ক আরো গঠনমূলক হবে। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে উক্ত বিতর্ক প্রতিযোগিতার যারা বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, সাংবাদিক ড. এম এম মোর্শেদ; সাংবাদিক শাকিবা জেসমিন; উন্মান নাহার আশ্রনী ও সাংবাদিক আরিফুর রহমান।
প্রতিযোগিতায় শেরেবাংলা কৃষি বিশ্বিবিদ্যালয়কে পরাজিত করে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিতার্কিকরা বিজয়ী হয়।
বিজয়ী দলের সদস্যরা হলেনঃ
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শফিকুল ইসলাম (দলনেতা), সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নার্গিস আক্তার ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সুজিত কুমার হালদার। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
(ক্যাম্পাস প্রতিনিধি তথ্য সংযোগ)