News

গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ শীর্ষক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৫ মার্চ ২০২৩ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ সকাল ১১ টায় গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইউনুছ মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: জিয়াউল হাসান, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন।
অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ. এন. এম. আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. রফিক উদ্দীন আহমেদ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় চেয়ারম্যান ও প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।