News

স্টামফোর্ডে জাতীয় শোক দিবস পালন
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ যথাযোগ্য মর্যাদায় পালিত হয় জাতীয় শোক দিবস। দিবসটি পালন উপলক্ষ্যে ১৫ আগস্ট, ২০১৯ সকাল ৮.০০টায় স্টামফোর্ডের ধানমন্ডি এবং ৮.৩০ মিনেিট সিদ্ধেশ্বরী উভয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মুহাম্মাদ আলী নকী এবং ধানমন্ডি ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত করেন ইউনিভার্সিটির ট্রেজারার বীর মুক্তিযোদ্বা প্রফেসর লুৎফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।