News

স্টামফোর্ডে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক স্থির চিত্র প্রদর্শণী চলছে
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক স্থির চিত্র প্রদর্শণী চলছে। গত ১২ মার্চ, ২০২০ এর উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ আলী নকী। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন। এছাড়া আরো বক্তব্য রাখেন স্টামফোর্ড বোর্ড অব ট্রাস্টির সদস্য ড. ফারাহনাজ ফিরোজ ও রুমানা হক রিতা, অতিরিক্ত রেজিস্ট্রার ফারুক কবির উদ্দীন এবং প্রক্টর এ. এন. এম. আরিফুর রহমান। প্রদর্শণী চলবে আগামী ১৭ মার্চ, ২০২০ পর্যন্ত।