News

গতকাল (২ অক্টোবর ২০২১) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ -এর প্রতিষ্ঠাতা প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজ ৬৬তম এর জন্মদিন উপলক্ষ্যে স্টামফোর্ড ইউনিভার্সিটি মিলনায়তনে আয়োজন করা হয় স্মারক বক্তৃতা অনুষ্ঠানের।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক এবং নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশনের সিইও নঈম নিজাম। তিনি বলেন, বাংলাদেশের মিডিয়ায় হান্নান ফিরোজের ভূমিকা অতুলনীয়। তাঁর পৃষ্ঠপোষকতা না পেলে অনেক গণমাধ্যম প্রতিষ্ঠিত হতো না। হান্নান ফিরোজের স্মৃতিচারণ করে নঈম নিজাম বলেন, ড. হান্নান ফিরোজের সবচেয়ে বড় গুণ ছিলো উদারতা। যেকোনো সংকটের মধ্যে তিনি তার জায়গা থেকে কাজ করে গেছেন। তিনি একজন ভালো রাজনীতিবিদ ছিলেন এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রসারে অনন্য ভূমিকা রেখেছেন।
প্রধান অতিথি স্টামফোর্ড ইউনিভার্সিটির ট্রাস্টিজ বোর্ডের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ বলেন, হান্নান ফিরোজ স্টামফোর্ড প্রতিষ্ঠা করেন যা এখন শিক্ষার বিকাশে ভূমিকা রাখছে। এসব কিছুতে হান্নান ফিরোজের বিশাল অবদান রয়েছে। তার জীবনের প্রতিটি মুহূর্ত শিক্ষার সাথে অঙ্গাঙ্গীভাবে যুক্ত। তিনি বলেন, হান্নান ফিরোজের মহান মতাদর্শের প্রতি আস্থা রেখে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় চলছে একটি আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা কেন্দ্র হিসেবে।
স্টামফোর্ড সাংবাদিক ফোরামের সভাপতি হাসান ওয়ালীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন ট্রাস্টিজ বোর্ডের সদস্যগণ, বিশ্ববিদালয়ের বিভিন্ন অনুষদের ডীন, চেয়ারম্যাগণ রেজিস্ট্রার, সাংবাদিক ফোরামের কনভেনর, কো-কনভেনর, স্টুডেন্ট ওয়েলফেয়ার এডভাইজার ও জনসংযোগ বিভাগের প্রধান। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা এবং সাংবাদিক ফোরামের সদস্যগণ। গত ১ অক্টোবর ২০২১ প্রফেসর ড এম এ হান্নান ফিরোজের জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর দোয়ার আয়োজন করা হয়।