News

গতকাল ৩০ অক্টোবর, ২০১৯ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ - এর প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজ-এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়। মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইউনিভার্সিটির ধানমন্ডি ক্যাম্পাসে আসরবাদ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব এ. কে. এম. এনামুল হক শামীম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এসময় ড. ফিরোজ-এর সহধর্মিনী স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ সকলের সাথে সাক্ষাৎ করেন। তিনি সকলের কাছে প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজের জন্য দোয়া প্রার্থনা করেন।
এছাড়া গত ২৯ অক্টোবর, ২০১৯ প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজের প্রতি শ্রদ্ধা নিবেদনে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।