News

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা, বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট এবং প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
২৮ অক্টোবর ২০২১ রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়-এর ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে "প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজের ভিশন" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মাদ আলী নকী। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর ড. এম. ফিরোজ আহমেদ, বিজনেস অনুষদের ডীন প্রফেসর ড. জামাল উদ্দিন আহমদ ও ক্লাফলিন ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. জিয়া হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিল্ম ও মিডিয়া বিভাগের সহকারী অধ্যাপক সাকিরা পারভীন।
২৯ অক্টোবর ২০২১ ইউনিভার্সিটি ক্যাম্পাসে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর অতিরিক্ত রেজিস্ট্রার ফারুক কবীর উদ্দীনসহ সীমিত সংখ্যক কর্মকর্তা কর্মচারীগণ। এরপর বিভিন্ন এতিম খানায় খাবার পরিবশেন করা হয়।