News

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক স্থির চিত্র প্রদর্শনী চলছে । আজ ৯ আগষ্ট ২০২৩ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক স্থির চিত্র প্রদর্শনী এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. মো. ইউনুস মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জিয়াউল হাসান, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন, প্রক্টর ড. এ. এন. এম. আরিফুর রহমান।
এরপর উপস্থিত নেতৃবৃন্দ লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করেন। সেখানে সংরক্ষণে থাকা বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কিত বিভিন্ন বই দেখেন এবং পরিদর্শন খাতায় সন্তুষ্টি জ্ঞাপন করে নিজেদের মতামত ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, চেয়ারম্যানগন ও বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত প্রদর্শণী চলবে আগামী ৩১ আগষ্ট ২০২৩ পর্যন্ত।