News

শতকন্ঠে বিদ্রোহী কবিতা পাঠে স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম।
কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার ১০০ বছর পূর্তি উপলক্ষে শতকন্ঠে বিদ্রোহী কবিতা পাঠের আয়োজন করে বিদ্রোহী উদযাপন পরিষদ "স্বপ্নের বাংলাদেশ"। অনুষ্ঠানটি ৩১ ডিসেম্বর ২০২১ বাংলা একাডেমীর নজরুল মঞ্চে আয়োজিত হয়। এই অনুষ্ঠানে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-ধ্বনি, সহজপাঠ উচ্চবিদ্যালয়, অভিযাত্রিক, কিষান থিয়েটার সহ বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় এর ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল দৌহিত্রী খিলখিল কাজী।