News

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ দু’দিনব্যাপী যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়। গতকাল (১৭ ডিসেম্বর, ২০১৯) বিজয় দিবসের অনুষ্ঠানে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর মুহাম্মাদ আলী নকী’র সভাপতিত্বে মুক্তিযুদ্ধের কথা শোনান ৭ নম্বর সেক্টরের মুজিব বাহিনীর বীর মুক্তিযোদ্ধা মোঃ ফেরদৌস আলম খান এবং বীর মুক্তিযোদ্ধা ডা: মেজর (অব:) মির্জা মনসুর রহমান। এসময় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন।
গত ১৬ ডিসেম্বর, ২০১৯ সকাল ৮ টায় স্টামফোর্ডের ধানমন্ডি এবং সিদ্ধেশ্বরী উভয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মুহাম্মাদ আলী নকী এবং ধানমন্ডি ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউনিভার্সিটির ট্রেজারার মুক্তিযোদ্ধা প্রফেসর লুৎফর রহমান।
দু’দিন ব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণসহ, শিক্ষকগণ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।