News

স্টামর্ফোড ইউনিভার্সিটি বাংলাদেশে যথাযোগ্য র্মযাদার সাথে জাতীয় শোক দিবস ২০২০ পালন করা হয়।
গত ১৫ আগস্ট, ২০২০ ইউনিভার্সিটি ক্যাম্পাসে কালো পতাকা উত্তোলন করা হয়। এসময় উপস্থতি ছিলেন স্টামর্ফোড ইউনিভার্সিটি বাংলাদেশ এর অতরিক্তি রেজিস্ট্রার ফারুখ কবীর উদ্দীন, ডেপুটি রেজিস্ট্রার ফজলে রব, এডভাইজর স্টুডেন্ট ওয়লেফয়োর রেহানা আক্তারসহ সীমিত সংখ্যক কর্মকর্তা কর্মচারীগণ। এরপর বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাতে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
সবশেষে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে ধানমণ্ডি ৩২ নং এ জাতির পিতার ছবিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
এছাড়া গত ১৩ আগস্ট,২০২০ থেকে ১৬ আগস্ট ২০২০ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ জাতির পিতার জীবনের বিভিন্ন অধ্যায়ের স্মারক চিত্র প্রদর্শনীচলে। চিত্র প্রদর্শনীটি বিশ্ববিদ্যালয় এ কর্মরতরা স্বাস্থ্যবিধি মেনে প্রদর্শন করে।
সুপা সাদিয়া
জনসংযোগ কর্মকর্তা