News

আজ ৯ জানুয়ারি ২০২০ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়টি ২০০২ সালের ৫ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যথাযথ অনুমোদন নিয়ে যাত্রা শুরু করে। এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও উপাচার্য প্রয়াত প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজ-এর অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের স্বনামধন্য স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।
১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন স্টামফোর্ডের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ আলী নকী। এসময় আরো উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টির সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রফেসর এমিরেটাস, রেজিস্টার, প্রক্টর, বিভিন্ন বিভাগের প্রধানগণ, কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
পিঠা উৎসবের মধ্যদিয়ে শেষ হয় এ আয়োজন।