News

স্টামফোর্ডে উপাচার্য হিসেবে যোগদান করলেন অধ্যাপক ড. মনিরুজ্জামান
আজ (১ ফেব্রুয়ারি, ২০২৩) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ নব নিযুক্ত উপাচার্য হিসেবে যোগদান করেন অধ্যাপক ড. মনিরুজ্জামান। ড. মনিরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম. (সম্মান) এবং এম.কম. পাশ করেন। ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। সেখানে তিনি হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানসহ নানা পদে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক ড. মনিরুজ্জামান ২০০৮ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োজিত রয়েছেন। এছাড়াও তিনি ডিন, বিভাগীয় চেয়ারম্যানসহ অনেক গুরুত্বপ‚র্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০১০ সাল হতে ২০১৪ সাল পর্যন্ত তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ ছিলেন। তার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৫টির বেশি প্রকাশণা প্রকাশিত হয়েছে।